প্রবাসীদের টাকায় দেশে হাসপাতাল নির্মাণের ঘোষণা: আসিফ নজরুল

টাঙ্গাইল | ৩১ মে:
প্রবাসীরা দেশে ফিরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “প্রবাসীদের টাকায় তাদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।”

শনিবার (৩১ মে) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও নাগরপুর টিটিসির এসএসসি পরীক্ষার্থীদের জন্য দক্ষতা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, “টাঙ্গাইলে চালু হওয়া স্কিল ট্রেড দেশের ইতিহাসে প্রথম। এই কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীরা বিদেশে গিয়ে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ পাবে।”

তিনি আরও জানান, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ঋণপ্রাপ্তি সহজ করা হয়েছে। একইসঙ্গে জাপানসহ বিভিন্ন দেশে জনবল পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। অন্যান্য দেশেও দ্রুত জনবল প্রেরণের জন্য আলোচনা চলছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমাদ মোজাফফর, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা দক্ষ জনশক্তি তৈরির গুরুত্ব তুলে ধরে বলেন, বিদেশে কাজ করতে ইচ্ছুকদের আধুনিক প্রশিক্ষণ প্রদানই দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির অন্যতম চাবিকাঠি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *