
লন্ডন, [তারিখ] – যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন। এই বৈঠকে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খবরটি জানিয়েছে বাসস।
বৈঠক প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, সকাল ১১:২০ মিনিটে এই ব্যক্তিগত বৈঠক অনুষ্ঠিত হয় এবং প্রায় ৩০ মিনিট ধরে চলে। তিনি জানান, রাজা চার্লস প্রফেসর ইউনূসকে দীর্ঘদিন ধরে চিনেন, তাই বৈঠকে দুই পক্ষের মধ্যে গভীর এবং বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়।
শফিকুল আলম আরও জানান, বৈঠকে প্রফেসর ইউনূস তার সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম সম্পর্কে রাজাকে অবহিত করেন। বৈঠকের শেষে রাজা ও রাণীর স্বাক্ষরযুক্ত একটি ছবি প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে প্রদান করা হয়, যা তার জন্য এক সম্মানের বিষয়।
বাকিংহাম প্যালেসে অনুষ্ঠিত এই সাক্ষাতের মাধ্যমে রাজা চার্লস তার নিজস্ব ‘অডিয়েন্স’ প্রথার অংশ হিসেবে প্রফেসর ইউনূসের অসাধারণ অবদানকে স্বীকৃতি প্রদান করেছেন। ‘অডিয়েন্স’ বলতে বোঝায় রাজা বা রাণীর সঙ্গে একান্ত বৈঠক, যা সাধারণত সেইসব ব্যক্তিদের জন্য বরাদ্দ থাকে যারা বিভিন্ন ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন।
রাজা চার্লসের এ ধরনের ব্যক্তিগত সাক্ষাত বাংলাদেশের জন্য একটি গৌরবময় মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে, যা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।