
ঢাকা, ৬ জুন ২০২৫ – বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৪ জুন) এক আনুষ্ঠানিক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আত্মত্যাগ, করুণা ও ভ্রাতৃত্বের চেতনা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে সহায়ক।”
তিনি আরও বলেন, “লাখো ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উৎসব আনন্দ ও উদ্দীপনার সঙ্গে উদযাপন করেন। এই উপলক্ষে আমি ড. ইউনূসের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি।”
ভারতীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছার জবাবে শুক্রবার (৬ জুন) ড. মুহাম্মদ ইউনূস এক প্রতিক্রিয়ায় জানান, “এই পবিত্র উপলক্ষে আপনার চিন্তাশীল বার্তা, আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দনের জন্য আমি কৃতজ্ঞ। এটি আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও মূল্যবোধের প্রতিফলন।”
তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ঐক্য, ত্যাগ ও উদারতার শিক্ষায় অনুপ্রাণিত করে। এই চেতনা আমাদের একসঙ্গে কাজ করতে এবং জনগণের বৃহত্তর কল্যাণে অবদান রাখতে উৎসাহিত করে।”
ড. ইউনূস প্রধানমন্ত্রী মোদির সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন এবং ভারতের জনগণের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির শুভকামনা জানান।