প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পরিবারসহ যমুনায় তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পরিবারের সদস্যদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারেক রহমানকে বহনকারী গাড়ি যমুনায় পৌছায়। সন্ধ্যে পৌনে ৭টায় নিজ বাসভবন থেকে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

মূলত, এর মধ্য দিয়ে দেশে ফেরার পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান।

এদিন বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *