প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না, তবে বিকল্প প্রস্তুত—বলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

ঢাকা, ২২ মে:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের প্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি তার পদত্যাগ চায় না। তবে তিনি থাকতে না চাইলে জনগণ বিকল্প চিন্তা করবে।

বৃহস্পতিবার যমুনা টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা তো উনার (ড. ইউনূসের) পদত্যাগ চাইনি। তবে যদি তিনি নিজে মনে করেন দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে জাতি তার বিকল্প ভাববে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়।”

সালাহউদ্দিন বলেন, “আমরা চেয়েছি নির্বাচনের রোডম্যাপ। অথচ সরকারের কিছু অংশ নানা ছলচাতুরীতে বিষয়টি বিলম্বিত করছে, আর এর দায় এসে পড়ছে প্রধান উপদেষ্টার ওপর। রাষ্ট্র পরিচালনায় আবেগের কোনো জায়গা নেই, আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”

অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব?

বিএনপি নেতার ভাষ্যমতে, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য বিএনপি একাধিকবার যোগাযোগ করেও সময় পাচ্ছে না। “৫-৬ দিনেও বিএনপির মতো একটি দল সাক্ষাৎ পায়নি—এটা খুবই দুঃখজনক। সরকার বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছে, যা পরিষ্কারভাবে তাদের কার্যক্রমে প্রতিফলিত হচ্ছে,” বলেন সালাহউদ্দিন।

সেনাপ্রধানের অবস্থানে সন্তুষ্টি

দেশের সার্বিক আইনশৃঙ্খলা, করিডর, নির্বাচন ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যকে “স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে” বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। তিনি বলেন, “সেনাবাহিনী গণতন্ত্রে ফিরতে চায়, এটিই আমাদের জন্য ইতিবাচক বার্তা।”

সরকারের অভ্যন্তরে নির্বাচনবিরোধী চক্র

বিএনপি মনে করে, সরকারে ও সরকারবহির্ভূত একটি চক্র রয়েছে যারা নির্বাচন চায় না। সালাহউদ্দিন অভিযোগ করেন, “কিছু গোষ্ঠী ড. ইউনূসকে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে চায়, যার প্রমাণ নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের কর্মকাণ্ড।”

তিনি আরও বলেন, “আমরা এখনও আশা করছি প্রধান উপদেষ্টার শুভবুদ্ধির উদয় হবে। অন্যথায় বিএনপি তার পথ নিজেই নির্ধারণ করবে।”

ইশরাক ও আন্দোলনের প্রসঙ্গ

ইশরাক হোসেনের শপথ এবং তার সমর্থকদের আন্দোলন প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “সরকারই এ সংস্কৃতি তৈরি করেছে। এখন যে পরিস্থিতির জন্ম হচ্ছে, তার জন্য বর্তমান সরকারই দায়ী।”

সালাহউদ্দিন আহমদ জানান, চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি অচিরেই যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *