প্রতীকী ম্যারাথনে দৌড়ালেন আসিফ মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ প্রতীকী ম্যারাথন। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশন। সকাল ৭টায় ম্যারাথনের উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। উদ্বোধনের সময় তিনি বলেন, “যাদের আত্মত্যাগে আজ আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই এই কর্মসূচি।”

ম্যারাথনটি শুরু হয় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে। এরপর এটি গণভবন, সংসদ ভবন, খামারবাড়ি হয়ে আবারও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে শেষ হয়। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই প্রতীকী দৌড়ে অংশ নেন জুলাই গণআন্দোলনের সময় আহত ও নিহত পরিবারের সদস্যরা। আয়োজন শুরুর আগে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হাতে ছিল “গণতন্ত্রের জন্য দৌড়” লেখা ব্যানার ও প্ল্যাকার্ড।

ছাত্র ও জনতার যৌথ পদক্ষেপে গঠিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই স্মরণীয় দিনটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত হচ্ছে শোভাযাত্রা, আলোচনাসভা ও ম্যারাথনের মতো কর্মসূচি। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধোত্তর আন্দোলনের ইতিহাস জানাতেই এই উদ্যোগ। এর মাধ্যমে যেমন ইতিহাসের পাতা থেকে শিক্ষা নেওয়া যাবে, তেমনি ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনাও পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *