
হিন্দুদের পূজাকে ‘শয়তানের ইবাদত’ অভিহিত করে দেওয়া সাবেক এমপি ও বিএনপির সংসদ সদস্য প্রার্থী হারুনুর রশীদের ভাষণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। একই সঙ্গে হারুনের মনোনয়নপত্র বাতিল এবং ধর্ম অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছে সংগঠন দুটি। এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এক গণসমাবেশে এমন মন্তব্য করেন হারুন।
রবিবার (১৬নভেম্বর) রাতে এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানায় সংগঠন দুটি। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল বিবৃতিতে সই করেছেন।
বিবৃতিতে সংগঠন দুটির নেতারা বলেন, হারুনুর রশীদের এই বক্তব্য সারাদেশের সনাতন হিন্দু সম্প্রদায়কে গভীরভাবে মর্মাহত, ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।