নির্বাচন এড়াতে চায় জামায়াত-শিবির, তাদের মুনাফেকি চরিত্র জনগণ প্রত্যাখ্যান করেছে: যুবদল সভাপতি

ঢাকা, ২৯ মে:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, জামায়াত-শিবিরের ‘মুনাফেকি চরিত্র’ দেশের জনগণ ইতোমধ্যেই প্রত্যাখ্যান করেছে, আর তাই তারা নির্বাচন চায় না।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “ডিসেম্বরে নির্বাচন না দিলে দেশের তরুণ সমাজ তার জবাব দেবে। জাতীয় সংকট মোকাবেলায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করে বলেন, “পাঁচ আগস্টের পর থেকে ছাত্র শিবির দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আবারও দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। তাদের গুপ্ত ও বিভ্রান্তিকর কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

নেতারা আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত। এজন্য তারা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *