
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ উল্লেখ করে জাতিসংঘের কাছে সহযোগিতা স্থগিতের আহ্বান জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে দলটির পাঠানো সেই চিঠি কোনো কার্যকর ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,
“জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না। এ নিয়ে আমরা চিন্তিত নই।”
জানা গেছে, গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর চিঠিটি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চিঠিতে আওয়ামী লীগ জানায়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা জাতিসংঘ ও ইউএনডিপির প্রতি নির্বাচনি সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি দলটি সকল রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতা উৎসাহিত করা এবং মানবাধিকার ও আইনের শাসনকে যেকোনো নির্বাচনি সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে ধরে রাখার আহ্বান জানায়।