নির্বাচনে সমান সুযোগ ও সংস্কার নিশ্চিতে আন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান এনসিপি নেতার

পঞ্চগড়, ৯ জুন:
আসন্ন জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনকালীন সংস্কারের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “আন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যদি দৃশ্যমান বিচারিক কার্যক্রম ও মৌলিক সংস্কার নিশ্চিত হয়, তাহলে এপ্রিল মাসে নির্বাচন নিয়ে কোনো দ্বিমত থাকবে না।”

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারজিস আলম এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত দিনের নির্বাচনে আমরা দেখেছি ক্ষমতার অপব্যবহার, কালোটাকার দাপট, পেশিশক্তির নির্লজ্জ প্রদর্শন, এমনকি ব্যালট পেপার চুরি ও ভোটকেন্দ্র দখলের মতো ঘটনাও ঘটেছে। এসব অনিয়ম যেন আগামীর নির্বাচনে না ঘটে। আমরা চাই একটি লেভেল প্লেয়িং ফিল্ড, যেখানে সব দল—বড় হোক বা ছোট—সমান সুযোগে নির্বাচন করতে পারবে।”

সংবাদ সম্মেলনে সারজিস আলম আরও বলেন, “কেউ যেন ক্ষমতার অপব্যবহারের শিকার না হয়। এমন অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিচয় দিতে হবে।”

এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়নসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, চৌরঙ্গী মোড়ে নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সারজিস আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *