
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকা থেকে আপাতত বাদ পড়ছে না নৌকা প্রতীক। রোববার (১৩ জুলাই) বিকেলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, “প্রতিটি রাজনৈতিক দলের জন্য একটি প্রতীক নির্ধারিত থাকে, যা নির্বাচন কমিশনের তফসিলে সংরক্ষিত। কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সেই প্রতীক বাতিল করা যায় না।” আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও, এ মুহূর্তে তাদের প্রতীক হিসেবে নৌকা থেকেই যাচ্ছে।
শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবেদন প্রসঙ্গে কমিশনার বলেন, যেকোনো রাজনৈতিক দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে নির্বাচন কমিশনের বর্তমান তফসিলে ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত নেই, তাই এখনই এটি যুক্ত করা সম্ভব নয়। তিনি আরও বলেন, নতুন প্রতীক অন্তর্ভুক্তির একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে, যা অনুসরণ না করে প্রতীক দেওয়া যায় না। এ বিষয়ে নির্বাচন কমিশন দৃঢ় অবস্থানে রয়েছে।
এর আগে, সকাল ১১টার দিকে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা রাজনৈতিকভাবে শাপলা প্রতীক চাই, বাধা এলে এনসিপি মাঠে লড়াই করবে।” নির্বাচন সামনে রেখে প্রতীকসংক্রান্ত এই আলোচনাগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।