
ঢাকা, ২ জুন: দেশের আগামী নির্বাচন নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল দ্রুত রোডম্যাপ চেয়েছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২ জুন) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের সর্বদলীয় বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ কথা জানান তিনি।
নুর বলেন, “আজকের বৈঠকে তিনটি রাজনৈতিক দল বাদে বাকি সব দলই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এবং তারা সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপনের দাবি জানিয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, সকলের ঐকমত্যের ভিত্তিতে সংস্কার এবং নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “প্রায় সব দলের মধ্যে ইতোমধ্যে সংস্কার নিয়ে একটি ঐক্যমত গড়ে উঠেছে। এখন আর আলোচনা নয়, বরং বাস্তবায়নের পালা। কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব, আবার কিছু বাস্তবায়নের জন্য সংসদের প্রয়োজন পড়বে।”
নুর অভিযোগ করেন, সরকারের কয়েকজন উপদেষ্টার রাজনৈতিক মন্তব্য এবং ভূমিকার কারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হয়েছে। “আমরা দাবি জানিয়েছি, যেসব উপদেষ্টার কারণে এ সংকট তৈরি হয়েছে, তাদের সরিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক,” বলেন তিনি।
বৈঠকে অংশগ্রহণকারী দলগুলো আশা প্রকাশ করেছে, শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।