
ঢাকা, ২৩ মে ২০২৫ — অন্তর্বর্তী সরকারের নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা সত্ত্বেও নানা দায়িত্ব পালনে সরকারের সামনে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য আসেনি। বিচার ও সংস্কারের কাজেও তাদের সম্পৃক্ততা রয়েছে। তবে এসব দায়িত্ব পালনে সরকার এখন নানা চ্যালেঞ্জের মুখে।”
তিনি বলেন, “ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। এ সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই।”
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সরকারের অগ্রগতির কথা তুলে ধরে রিজওয়ানা হাসান জানান, ঢাকার চারটি প্রধান নদী—বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদী—দূষণমুক্ত করতে বিশ্বব্যাংক ও এডিবি’র (এশীয় উন্নয়ন ব্যাংক) সঙ্গে চুক্তি হয়েছে। এই প্রকল্পের বাস্তবায়ন শুরু হবে তুরাগ নদী দিয়ে।
উপদেষ্টা আরও জানান, টাঙ্গাইলের মধুপুর এলাকায় বসবাসরত গারো জনগোষ্ঠীর বিরুদ্ধে বন বিভাগ যে মামলা করেছিল, তা প্রত্যাহার করা হবে। পাশাপাশি তাদের ভূমি সম্পর্কিত জটিলতাও সমাধান করা হবে।
রিজওয়ানা হাসান বলেন, “আমরা আগামী ২৪ মে মধুপুর এলাকায় সীমানা নির্ধারণের কাজ শুরু করব, যাতে করে গারো সম্প্রদায়ের ভূমির ওপর অধিকার নিশ্চিত করা যায়।”