নির্বাচনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার, রাজনৈতিক দলগুলোর সমর্থন নিশ্চিত

ঢাকা, ২৫ মে:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোববার (২৫ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বলেছেন, “সুষ্ঠু নির্বাচন করতে না পারলে নিজেকে অপরাধী মনে হবে।” তিনি আরও আশ্বস্ত করেন, “আমি যতদিন আছি, নিশ্চিত থাকুন—দেশের অনিষ্ট হয়, এমন কোনও কাজ হবে না।”

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকের বিষয়ে রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার, বিচার এবং নির্বাচন সংক্রান্ত উদ্যোগে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারা এই কার্যক্রমে সরকারকে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

প্রেস সচিব বলেন, ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেছেন, “আমরা এক ধরনের যুদ্ধাবস্থার মধ্যে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশকে অস্থিতিশীল করার নানা চক্রান্ত চালানো হচ্ছে, দেশ ও বিদেশ থেকে। এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে হবে।” তিনি আরও বলেন, বিভাজনের অবসান ঘটিয়ে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গঠনের লক্ষ্যে একসঙ্গে বসার এই উদ্যোগে তিনি সাহস ও উৎসাহ পেয়েছেন।

নির্বাচন সংক্রান্ত প্রশ্নে ড. ইউনূসের বক্তব্য তুলে ধরে শফিকুল আলম জানান, “প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং ৩০ জুনের পরে কোনওভাবেই যাবে না।” এ ঘোষণায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও সন্তোষ প্রকাশ করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনের শেষ দিকে শফিকুল আলম বলেন, “আমাদের সরকারের তিনটি মূল কাজ—সংস্কার, বিচার ও নির্বাচন। প্রথমে যদি সংস্কারে সাফল্য আসে, তবে নির্বাচনের ওপর মানুষের আস্থা ফিরবে।”

উল্লেখ্য, গতকাল শনিবার (২৪ মে) রাতে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *