
ঢাকা, ৬ জুন:
দেশে ছোট হোক বা বড়, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না— এমন কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি জানান, আইন সবার জন্য সমান এবং এর প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, “পুটি হোক, কাতলা হোক কিংবা রুই— কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ঈদে নিরাপত্তা নিশ্চিত
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কোথাও কোনো নিরাপত্তার ঘাটতি নেই।”
তিনি আরও বলেন, কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে দ্রুত থানায় অভিযোগ জানানোর জন্য তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান। কোনো থানা যদি অভিযোগ গ্রহণে গড়িমসি করে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
সদরঘাটে লঞ্চ পরিদর্শন
জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনের আগে সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, “লঞ্চ ছাড়ার সময় নিয়ে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না। দুই-একটি লঞ্চের কারণে যেন সার্বিক যাত্রা দুর্ভোগে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।”
উপদেষ্টা আরও জানান, নির্ধারিত মূল্যে লঞ্চের টিকিট বিক্রি হচ্ছে এবং অধিকাংশ লঞ্চ সময়মতো ছেড়ে যাচ্ছে। গত পাঁচ দিনে ৮২৪টি লঞ্চ সদরঘাট ত্যাগ করেছে, যার মাধ্যমে প্রায় ৮ লাখ দক্ষিণাঞ্চলগামী যাত্রী বাড়ি ফিরেছেন বলে জানান তিনি।