নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বরসমূহ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে উদ্বিগ্ন অভিভাবকদের জন্য একাধিক জরুরি হটলাইন নম্বর প্রকাশ করা হয়েছে।

🗓️ সোমবার (২১ জুলাই) প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ থেকে এই নম্বরগুলো শেয়ার করা হয়।

☎️ জরুরি যোগাযোগ নম্বরসমূহ:

🔹 মিলিটারি রেস্কিউ ব্রিগেড:
📞 ০১৭৬৯০২৪২০২

🔹 সিএমএইচ বার্ন ইউনিট:
📞 ০১৭৬৯০১৬০১৯
📞 ০১৭৬৯০১৯৬৫০

🔹 সিএমএইচ ইমার্জেন্সি ইউনিট:
📞 ০১৭৬৯০১৩৩১১

🔹 জাতীয় বার্ন ইউনিট (ঢাকা মেডিকেল):
📞 ০১৯৪৯০৪৩৬৯৭
📞 ০১৭৬৯৯৫৭০৪৩

🔹 ঢাকা মেডিকেল বার্ন ইউনিট (অতিরিক্ত):
📞 ০১৭১৫০০০৬১৬

🔹 মাইলস্টোন স্কুল প্রশাসন:

  • অ্যাডমিন অফিসার: 📞 ০১৮১৪৭৭৪১৩২
  • ভাইস প্রিন্সিপাল: 📞 ০১৭৭১১১১৭৬৬

🔹 জাতীয় জরুরি সেবা:
📞 ৯৯৯
এই নম্বরে কল করলে পুলিশ ইমার্জেন্সি সেল থেকে সরাসরি সংশ্লিষ্ট বার্ন ইউনিটের সাথে সংযোগ করিয়ে দেবে।


📌 অনুরোধ:
যদি কারও স্বজন এখনও নিখোঁজ থেকে থাকেন, অনুগ্রহ করে উপরের যেকোনো নম্বরে যোগাযোগ করুন এবং সর্বশেষ তথ্য প্রদান করুন। দ্রুত শনাক্ত ও চিকিৎসা সহায়তার জন্য সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *