জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এনসিপি – নাহিদ ইসলাম

ঢাকা, ২৩ মে:
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় শক্তিই বাধা হয়ে দাঁড়াক, তা দৃঢ়ভাবে মোকাবেলার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে এনসিপির যুব সংগঠন “জাতীয় যুবশক্তি”-এর কেন্দ্রীয় ও প্রাদেশিক সংগঠকদের নিয়ে আয়োজিত পরিচিতি ও সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আমাদের রাজনীতি ও অস্তিত্ব নিহিত রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে। এটিকে যত বেশি ধারণ করতে পারব, ততই এগিয়ে যাব আমরা। দুঃখজনকভাবে অভ্যুত্থানের অংশীদাররা একে কেবল ক্ষমতার পালাবদল হিসেবে দেখছে, যা এনসিপি ঘোরতরভাবে প্রত্যাখ্যান করে। আমরা মৌলিক সংস্কার চেয়েছি, কিন্তু তারা পুরনো সংবিধান আঁকড়ে ধরে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। আমাদের আপত্তি এখানেই।”

তিনি আরও বলেন, “বর্তমানে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে। এ ফাঁদে পা না দিয়ে, ঐক্যবদ্ধ থেকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এ ঘোষণাপত্রই হতে পারে তাঁদের জন্য উপহার।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপি’র মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং মূখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যুবশক্তিকে রাষ্ট্রের ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে। নারীদের ও আলেম সমাজকে সম্পৃক্ত করতে হবে। দেশে ও প্রবাসে যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

দলটির দক্ষিণাঞ্চলীয় নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, “জনকল্যাণমূলক রাজনীতি ছড়িয়ে দিতে এবং নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনীতিতে যোগ্যদের জায়গা করে দিতে হবে।”

জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তির নেতারা সবাই একমত হন যে, আগামী দিনের রাষ্ট্র গঠনে যুব সমাজের ভূমিকা হবে মুখ্য, এবং তাদের দেশপ্রেম ও আদর্শিক মূল্যবোধে গড়ে তোলাই হবে সংগঠনের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *