নাগরিক শোক সভায় সাংবাদিক লাঞ্চিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় কয়েকজন গণমাধ্যমকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি বিটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকিস্বরূপ।
বিবৃতিতে প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বরাতে জানানো হয়, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শোকসভায় সময় টিভির বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন লাইভ সম্প্রচার করছিলেন। এ সময় আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন ‘এখানে লাইভ হবে না’ বলে চিৎকার করে তাকে কলার ধরে টেনে নিয়ে যান এবং একপর্যায়ে শারীরিকভাবে আঘাত করেন। পরে উপস্থিত বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। একই সময়ে গ্রীন টিভির রিপোর্টার আহসান হাবীবসহ আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গেও আপত্তিকর আচরণ করা হয়।
বিএনপি বিটের সাংবাদিকরা বলেন, সালেহ উদ্দিনের এ ধরনের অপেশাদার ও উদ্ধত আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এমন ব্যক্তিদের এত বড় আয়োজনের দায়িত্ব দেওয়া কতটা যুক্তিসংগত, তা বিএনপির দায়িত্বশীলদের ভেবে দেখা প্রয়োজন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনসংক্রান্ত সংবাদ সংগ্রহে মিডিয়া কার্ড সংগ্রহ, পাশাপাশি সম্প্রতি একটি হোটেলে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা ও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বিএনপি বিটের সাংবাদিকদের।
বিএনপি বিট রিপোর্টাররা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করে আসা সাংবাদিকরা যেন পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বাধার সম্মুখীন না হন। এ বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *