
সারাদেশে ২৩২ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ তালিকায় ঠাঁই হয়নি দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার।
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির প্রতিনিধিত্ব করেছিলেন রুমিন ফারহানা। ওই সময় বিএনপির নির্বাচিত ৭ সংসদ সদস্যের মধ্যে একমাত্র নারী ছিলেন তিনি।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালে ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা সরকারের কাছে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ চেয়েছিলেন রুমিন ফারহানা। এ নিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) মারামারিতে জড়িয়ে পড়েন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অবমাননাকর পোস্টের মাধ্যমে আরও সমালোচিত হন।