ধর্ম অবমাননার অভিযোগে বাউল আবুল সরকারের বিরুদ্ধে ঢাকায় মামলা, তদন্তের নির্দেশ

ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের নিউরোট্রমা ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমানের পক্ষে মামলাটি দায়ের করেন।‌ মামলাটি আমলে নিয়ে রমনা থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার ১৭ নং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ অফিসার মো. জাহাঙ্গীর মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।‌

গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে সংগীত পরিবেশন করেন আবুল সরকার। সেই পরিবেশনার কিছু অংশের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে তিনি ‘মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি করেন।‌’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *