ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা, ২৬ মে: দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “দেশে ধর্মীয় সম্প্রীতি গড়ে তুলতে আমরা কঠোর পরিশ্রম করছি।”

সোমবার (২৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশনের (ইউএসসিআইআরএফ) চেয়ারম্যান স্টিফেন শ্নেকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকালে দুইপক্ষের আলোচনায় বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার বর্তমান পরিস্থিতি, আসন্ন জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কর্মসূচি, প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং চলমান রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “সরকার পরিস্থিতি স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর। সাংবাদিকরা যেকোনো সময় বাংলাদেশে এসে সরেজমিনে তদন্ত করতে পারেন।”

সরকারের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় সহনশীলতা ও মানবাধিকারের মানোন্নয়নে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *