দ্রুত বিচার নিশ্চিতে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম জোরদার: উপদেষ্টা আসিফ নজরুল

ঢাকা, ১৪ জুন — দেশে দ্রুততম সময়ে কম খরচে বিচার প্রক্রিয়া সম্পন্ন, মানবাধিকার নিশ্চিতকরণ এবং মামলার দীর্ঘসূত্রতা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে জোরালোভাবে কাজ করছে আইন মন্ত্রণালয়। এ লক্ষ্যে সিভিল প্রসিডিউর কোড (সিপিসি) ও ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অধ্যাদেশে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১৪ জুন) ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ সংশোধনের খসড়া অধ্যাদেশ নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, “বর্তমানে দেশে প্রতিবছর প্রায় ৫ লাখ মামলা দায়ের হয়। এর মধ্যে মাত্র ৩৫ হাজার মামলা লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হয়। আমরা এই সংখ্যা বাড়িয়ে বছরে ২ লাখে উন্নীত করার লক্ষ্যে কাজ করছি। এতে করে সামগ্রিকভাবে মামলার সংখ্যা অন্তত ৪০ শতাংশ কমে আসবে।”

এ সময় তিনি আরও জানান, লিগ্যাল এইডের আওতায় মামলা নিষ্পত্তির গতি বাড়াতে বিচারিক প্রক্রিয়ায় একজন বিচারকের পরিবর্তে তিনজন বিচারক নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বিচারব্যবস্থায় সাধারণ মানুষের আস্থা যেমন বাড়বে, তেমনি ন্যায়বিচার পাওয়া আরও সহজ ও দ্রুত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *