দ্বিতীয় পর্বের আলোচনায় ঐকমত্যে পৌঁছাতে চায় জাতীয় ঐকমত্য কমিশন

রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম পর্বে যেসব ইস্যুতে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, মূলত সেসব বিষয়েই আলোচনা হচ্ছে চলমান পর্বে।

দুই দিন বিরতির পর আজ বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই পর্বের আলোচনা পুনরায় শুরু হয়। দ্বিতীয় পর্বের প্রথম পাঁচ দিনে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোট ৯টি বিষয়ে আলোচনা করেছে। এর মধ্যে মাত্র দুটি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা পেয়েছে। বাকি ইস্যুগুলোর বেশিরভাগেই মতভিন্নতা রয়েই গেছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পর্বে মোট ২০টি বিষয় নিয়ে আলোচনা চালানোর প্রস্তুতি রয়েছে তাদের। তবে আলোচনায় অগ্রগতি হলে প্রয়োজনে আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু অন্তর্ভুক্ত করা হতে পারে।

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী জুলাই মাসের মধ্যে একটি ‘জাতীয় সনদ’ প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করেছে কমিশন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সনদ ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক ঐক্য এবং নীতিনির্ধারণে একটি পথনির্দেশনা হিসেবে কাজ করবে।

বিশ্লেষকদের মতে, যদিও বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে, তবে ধারাবাহিক আলোচনার মাধ্যমে কমন গ্রাউন্ড খুঁজে পাওয়া সম্ভব। এটি রাজনৈতিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় সংস্কারে বড় ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *