
স্বৈরাচারের পতন ঘটলেও তাদের ষড়যন্ত্রের অবসান হয়নি— সাম্প্রতিক ঘটনাগুলো তারই প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এবারের শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে যেকোনও অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্কতা ও প্রতিরোধের প্রস্তুতি থাকতে হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা জানান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী সকলকে দুর্গোৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা ঐতিহ্যগতভাবে দেশের মানুষের সহযোগিতায় নির্বিঘ্নে উদযাপিত হয়ে আসছে। এর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত সুপ্রতিষ্ঠিত হয়েছে। তবে অতীতে পলাতক স্বৈরশাসনের সুবিধাভোগীরা হীন রাজনৈতিক উদ্দেশ্যে দুর্গোৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তারেক রহমানের মতে, এই ধরনের অপচেষ্টা দেশের শান্তি-সম্প্রীতি ও গণতান্ত্রিক চর্চার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে।
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে তাদের অবস্থান দৃঢ়। এ সময় তিনি বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর প্রতি সমন্বিতভাবে কাজ করে দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান। তারেক রহমান আরও আশ্বস্ত করেন, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারী যেকোনও ঘৃণ্য অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি সর্বদা প্রস্তুত থাকবে।