“দায়িত্ব নিতে হলে প্রস্তুত থাকতে হবে”— শিক্ষার্থীদের উদ্দেশে ড. মঈন খান, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে জোরালো বক্তব্য

ঢাকা | ২১ মে ২০২৫

“শিক্ষার্থীরা যদি প্রস্তুতি ছাড়া দেশের দায়িত্ব নিতে যায়, তাহলে ভুল করবে।” — এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে ‘বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. মঈন খান বলেন, “দেশকে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের শুধু ডিগ্রি নয়, নৈতিকতা ও বাস্তবধর্মী প্রস্তুতিরও প্রয়োজন রয়েছে। পড়ালেখা শেষ করেই হুট করে দায়িত্ব নিতে গেলে ভুল হতেই পারে।”

আলোচনায় বিএনপি সম্পর্কে প্রচলিত নানা “কাল্পনিক ধারণা” প্রসঙ্গেও কথা বলেন তিনি। “বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরতন্ত্র কায়েম করবে — এই গল্প জনগণ বিশ্বাস করে না। এসব অপপ্রচারের জবাব আমরা শক্তভাবে দেব,” বলেন তিনি।

তিনি আরও সতর্ক করে বলেন, “যদি অন্তর্বর্তীকালীন সরকার জনবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়, তাহলে তাদের ইতিহাসে কোনো জায়গা হবে না।”

গণতন্ত্রের সঙ্গে সংবাদমাধ্যমের সম্পর্ক তুলে ধরে ড. মঈন খান বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি। দেশে যে পরিবর্তন এসেছে, তার মূল লক্ষ্য হওয়া উচিত সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা। তা না হলে গণতান্ত্রিক অভ্যুত্থান সফল হবে না।”

আলোচনাসভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারাও অংশ নেন এবং দেশে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে মত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *