ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল (সোমবার) তালিকাটি প্রকাশ করা হবে। ইতোমধ্যে কয়টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে, সেই সংখ্যাও নির্ধারণ করা হয়েছে। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

আখতার আহমেদ বলেন, “চলতি সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে কমিশন। রোডম্যাপ অনুযায়ী শতভাগ অগ্রগতি না হলেও, সার্বিকভাবে সমন্বিতভাবে কাজ করছে ইসি।”

তিনি আরও জানান, জোটবদ্ধভাবে নির্বাচন করলে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে এবং বিএনপির আবেদন সম্পর্কিত সিদ্ধান্ত শিগগিরই জানাবে নির্বাচন কমিশন।

বৈঠকে তরুণ ভোটারদের অংশগ্রহণ, আরপিও সংস্কার, স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রযুক্তির অপব্যবহার রোধ এবং নির্বাচনী সহায়তা— এসব বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান ইসি সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *