
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কুমিল্লায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলা এবং নাশকতার একটি মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু। তিনি জানান, তিনটি মামলাতেই খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সরাসরি সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় তাকে অভিযোগমুক্ত ঘোষণা করা হয়।
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৮ জন নিহত হন। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে পুলিশ। ওই বছরই আরেকটি ঘটনায় কাভার্ডভ্যান পুড়িয়ে দেওয়ার অভিযোগে খালেদা জিয়াসহ ৪২ জনের বিরুদ্ধে নাশকতার মামলাও দায়ের করা হয়। তিনটি মামলায়ই চার্জশিটে খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত থাকলেও, আদালত বলেছে, তদন্তে তার বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার মতো কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
পিপি কাইমুল হক জানান, এই মামলাগুলো বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দায়ের করা হয়েছিল বলে আইন মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়। পরবর্তীতে মন্ত্রণালয় ওই আবেদন গ্রহণ করে মামলাগুলো প্রত্যাহারের নির্দেশ দেয়। এতে দীর্ঘদিন ধরে চলা মামলাগুলো থেকে বিএনপি প্রধান অব্যাহতি পেলেন। বিষয়টিকে বিএনপি নেতাকর্মীরা আইনের জয় হিসেবে দেখছেন।