
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন আগামীকাল। এরইমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তার সফর সঙ্গীরা। তবে এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে কারা তার সঙ্গে আসছেন তা নিয়ে কৌতুহল রয়েছে জনমনে।
সংশ্লিষ্ট সূত্রের খবর তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সানি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীনের জন্য টিকিট কেনা হয়েছে।
আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সহযাত্রী হচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।