
দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উচ্ছ্বাস আর আগ্রহ নিয়ে অপেক্ষায় দলের নেতাকর্মীরা। এর মধ্যে তারেক রহমান নিজেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা ও নির্বাচনকালীন সময়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন।
তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও শঙ্কিত নয় বিএনপি। নিরাপত্তা নিশ্চিতে নেয়া হচ্ছে সার্বিক প্রস্তুতি।
দলের শীর্ষ নেতা আর বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের উপস্থিতি প্রভাব ফেলবে আগামী নির্বাচন ও রাষ্ট্রের স্থিতিশীলতায়।
রাজনীতি বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, যত কিছুই বলি না কেন, ভাবি না কেন, তারেক রহমান বিএনপির রাজনীতিতে বড় ফ্যাক্টর, তার আগমন তো অবশ্যই বড় ফ্যাক্টর দলের উজ্জীবিত হওয়ার ক্ষেত্রে এবং বিএনপির অভ্যন্তরীণ যে সংকট তা নিরসনের ক্ষেত্রে তার উপস্থিতি একটা টনিক হিসেবে কাজ করবে।