
অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করতে যাচ্ছেন আজ বুধবার (১০ ডিসেম্বর)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তেই তারা এ সিদ্ধান্ত প্রকাশ্যে জানাবেন।
পদত্যাগের বিষয়ে এই দুই উপদেষ্টা গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) সরকারের সংশ্লিষ্টদের অবহিত করেছেন।
এরমধ্যে, আসিফ মাহমুদ আজ দুপুর তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। সেখানে পদত্যাগের বিষয়টি জানাতে পারেন তিনি।
স্বতন্ত্র নাকি এনসিপিতে যোগ দিয়ে নির্বাচন করবেন, তা এখনও প্রকাশ্যে জানাননি আসিফ। এদিকে, ঢাকা-১০ এ প্রার্থীও দেয়নি এনসিপি। তবে, ওই আসন থেকেই যে তিনি লড়বেন, তা মোটামুটি নিশ্চিত। কিছুদিন আগে তিনি ভোটার হন ধানমন্ডির। ঢাকা-১০ আসনটিতে তার মন্ত্রণালয় থেকে বিশেষ বরাদ্দ দেয়ার অভিযোগও ওঠে। ফেসবুকেও এই আসন থেকে ভোট করার বিষয়ে ইঙ্গিত দেন আসিফ মাহমুদ।