ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা: আবহাওয়া অফিসের সতর্কতা

দক্ষিণ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হওয়ার প্রভাবে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১ নভেম্বর) বিকেলে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করে আবহাওয়া অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি অগ্রসর হয়ে বর্তমানে লঘুচাপ আকারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থান করছে। এর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, ভারী বৃষ্টির কারণে এসব অঞ্চলের নিম্নাঞ্চলে পানি জমে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় দেশের সংশ্লিষ্ট দফতর, মন্ত্রণালয় ও জেলা প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশনা পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *