ড. মুহাম্মদ ইউনূস: “দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে”

লন্ডন, ১১ জুন:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, জনগণের ভোটের মাধ্যমেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশের ইতিহাসে একটি সুন্দর নির্বাচন হতে যাচ্ছে, এবং বাংলাদেশের জনগণ তার জন্য প্রস্তুত।”

বুধবার (১১ জুন) স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যের লন্ডনে চ্যাথাম হাউজে আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন ড. ইউনূস।

তিনি জানান, সরকার নির্ধারিত সময়েই নির্বাচন দিতে বদ্ধপরিকর। আগামী এপ্রিল মাসকে নির্বাচন অনুষ্ঠানের জন্য সঠিক সময় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে—এটাই আমাদের লক্ষ্য।”

প্রধান উপদেষ্টা আরও জানান, আগামী মাসে (জুলাই) দেশের সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে ‘জুলাই সনদ’ উপস্থাপন করা হবে, যা হবে তরুণ প্রজন্মের স্বপ্নের নতুন বাংলাদেশের রূপরেখা।

নারীদের অধিকার নিশ্চিতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে ড. ইউনূস বলেন, “আমরা আন্তরিকতার সঙ্গে নারীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার নিশ্চিত করতে কাজ করছি।”

এর আগে, ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। বৈঠকে আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল—দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, রোহিঙ্গা শরণার্থী সংকট এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে গত ৯ জুন (সোমবার) সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন। তিনি গতকাল মঙ্গলবার সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান এবং বাংলাদেশের হাইকমিশনের পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। সব কার্যক্রম শেষে ১৪ জুন দেশে ফিরবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *