
ঢাকা, ৬ জুন ২০২৫ — অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৬ সালের জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছেন। তিনি জানান, নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার দেওয়া এই ভাষণে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পর হজ এবং কোরবানির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এরপর তিনি নির্বাচন, সংস্কার ও বিচার সংক্রান্ত সরকারের কার্যক্রম এবং পরিকল্পনা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে অনেক আগ্রহ রয়েছে। এর আগে জানানো হয়েছিল, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।”
তিনি জানান, এই ঘোষণার পর নির্বাচন কমিশন উপযুক্ত সময় জানিয়ে ভোটের রোডম্যাপ প্রকাশ করবে। তিনি জোর দিয়ে বলেন, “এই সরকারের প্রধান দায়িত্ব একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে দেশ নতুন কোনো সংকটে না পড়ে।”
ভাষণে ড. ইউনূস বলেন, “নির্বাচন, বিচার এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ভিত্তিতে এ সরকার দায়িত্ব নিয়েছে। আগামী রমজানের ঈদের মধ্যেই বিচার ও সংস্কারের ক্ষেত্রে একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছানো সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
এছাড়া তিনি জুলাই মাসে ‘জুলাই সনদ’ ঘোষণার কথা জানান। এই সনদে থাকবে সংস্কার কমিশনের প্রস্তাবিত বিভিন্ন সুপারিশের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলোর তালিকা। দলগুলো এতে স্বাক্ষর করে সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেবে।
ড. ইউনূস আরও বলেন, সরকার জুলাই সনদের ভিত্তিতে জরুরি সংস্কার কার্যক্রম শুরু করবে এবং বাকি কাজগুলো পরবর্তী নির্বাচিত সরকারের মাধ্যমে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই ভাষণকে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, যা আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনার রূপরেখা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।