
ঢাকা, ৩০ মে:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা সব রাজনৈতিক দল ডিসেম্বরেই নির্বাচন চায়। এ অবস্থায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিএনপিকে নির্বাচন বিষয়ে দায়ী করা বোধগম্য নয় বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অসহায় মানুষের মাঝে কাপড় বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, কেবল একটি দল নির্বাচন চায়—এই বক্তব্যটি সঠিক নয়। আমার ধারণা, তার কাছে পর্যাপ্ত তথ্য ছিল না, তাই তিনি এমন মন্তব্য করেছেন। যদি তথ্যগত ভুল হয়, তবে আমরা সেটি সমালোচনা করছি না।”
বিএনপির এই নেতা বলেন, “সমগ্র জাতি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই ডিসেম্বরের মধ্যে একটি নির্দিষ্ট ও গ্রহণযোগ্য রোডম্যাপ প্রদান করা হবে।”
বিচার ও সংস্কারের বিষয়ে তিনি বলেন, “এগুলো একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কখনোই থেমে থাকে না। সমাজ ও দেশের প্রয়োজনে তা অব্যাহত রাখতে হয়।” শেখ হাসিনা এবং তার সহযোগীদের ‘সব অপরাধের’ জন্য বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি সরকারের বর্তমান অবস্থান ও দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বলেন, জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা নেই বলেই দেশে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।