জুলাই হত্যাযজ্ঞ: সালমান- আনিসুলের শুনানি আজ

কারফিউ জারি করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের পক্ষে আজ শুনানি অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে তাদের আইনজীবীরা এ শুনানিতে অংশ নেবেন।

এর আগে মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন করে রাষ্ট্রপক্ষ। অভিযোগে বলা হয়, জুলাই মাসে কারফিউ জারি করে সংঘটিত হত্যাকাণ্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ প্রয়োগে ভূমিকা রাখেন আনিসুল হক ও সালমান এফ রহমান। পাশাপাশি গণভবনে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে হত্যাকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগসহ তাদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *