“জুলাই সনদই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য”: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা, ২ জুন ২০২৫: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপে সম্মত বিষয়গুলোকে ভিত্তি করে ‘জুলাই সনদ’ প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই সনদ তৈরি করাই সরকারের প্রধান লক্ষ্য।

সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন ড. ইউনূস নিজেই।

তিনি বলেন, “রাজনীতি বিভাজনের জন্য নয়, ঐক্যের জন্য তৈরি হয়েছে। দেশের মঙ্গল ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।” এছাড়া তিনি সকল রাজনৈতিক শক্তিকে আস্থা ও আন্তরিকতার সঙ্গে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানান।

প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার (৩ জুন) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে দ্বিতীয় দফার সংলাপ শুরু হবে। আজকের বৈঠকে ২৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রমুখ।

এছাড়া গণঅধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

বৈঠক উপলক্ষে রাজনৈতিক নেতারা দুপুর সাড়ে ৩টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন। আলোচনা চলে সন্ধ্যা পর্যন্ত।

প্রাসঙ্গিক তথ্য: ‘জুলাই সনদ’ হচ্ছে একটি সমঝোতা ভিত্তিক নথি, যা রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের রূপরেখা ও আগামী নির্বাচনের পথনির্দেশনা নির্ধারণে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *