জুলাই শহীদদের গণকবর: ডিএনএ টেস্টে শনাক্ত হবে মরদেহ

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের রাজধানীর রায়েরবাজার গণকবরে দাফন করা ১১৪ জন শহীদের মরদেহ শনাক্তে প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২ আগস্ট) রায়েরবাজার গণকবর পরিদর্শনে গিয়ে তিনি বলেন, নিহতদের পরিবার চাইলে ডিএনএ টেস্টের মাধ্যমে সনাক্ত করে মরদেহ হস্তান্তর করা হবে। এ সময় তিনি জানান, পরিবারের ইচ্ছানুযায়ী মরদেহ নিজ এলাকায় নিয়ে পুনরায় দাফনের সুযোগ থাকবে।


উপদেষ্টা আরও জানান, শহীদদের পরিবারের অনুরোধ থাকলে মরদেহগুলোর ময়নাতদন্তও করা যাবে। একইসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, যারা এসব গণকবরের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিচারের আওতায় আনা হবে। কবরস্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতেও অংশ নেন তিনি। গণমাধ্যমের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই গণকবর কোনো ব্যক্তির বা দলের ব্যর্থতার প্রতিচ্ছবি নয়, বরং একটি আন্দোলনের মূল্যবান ইতিহাসের সাক্ষী।


এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আওয়ামী লীগের কার্যক্রম ইতোমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে। এরপরও যদি তারা কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কেউ যদি এমন কোনো অপকর্মে যুক্ত থাকে, তাদের ক্ষেত্রেও একই দৃষ্টিভঙ্গি থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ৫ আগস্ট সামনে রেখে দেশে কোনো অস্থিতিশীলতা বা শঙ্কা রয়েছে কিনা— এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “আল্লাহ চাইলে কোনো শঙ্কা নেই। জনগণ ও সব পক্ষের সহযোগিতায় দেশ শান্তির দিকেই এগোচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *