জামায়াত নেতাদের জুডিশিয়াল কি’লিংয়ের অভিযোগ, সংস্কার ছাড়া নির্বাচনের বিপদ নিয়ে শঙ্কা এনসিপি নেতাদের

ঢাকা, ২৭ মে:
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, শেখ হাসিনার সরকার গঠিত ট্রাইব্যুনালে জামায়াত নেতারা ‘জুডিশিয়াল কিলিংয়ের’ শিকার হয়েছেন। তিনি বলেন, সাবেক জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তির মধ্য দিয়ে বিচার পাওয়ার অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এনসিপির ‘সংস্কার সমন্বয়ক কমিটি’র আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনায় এনসিপি নেতারা বলেন, প্রয়োজনীয় সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে ফের ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠতে পারে। তারা দাবি করেন, যারা সংস্কারের আগে নির্বাচন চান, তাদের মূল উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন নয়।

সভায় বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, “জুলাই-আগস্টে যাদের অভ্যুত্থানের স্বপ্ন রয়েছে, তা বাস্তবায়ন না হলে সামনে দুঃস্বপ্ন অপেক্ষা করছে।”

রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী সভায় বলেন, “সংস্কার ও বিচার প্রক্রিয়া ছাড়া যদি নির্বাচন হয়, তবে রাষ্ট্র পূর্বাবস্থায় ফিরে যাবে। এটি দেশ ও গণতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা সকলে সমস্বরে বলেন, সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো অর্থবহ ও সময়োপযোগী সংস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *