জামায়াত আমীরের হার্টে ৩টি ব্লক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি মারাত্মক ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বিবেচনায় বাইপাস সার্জারি করানো জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সেক্রেটারি নজরুল ইসলাম। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।


উল্লেখ্য, গত ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। সেদিন বক্তৃতা চলাকালে মঞ্চে পড়ে যান তিনি। উপস্থিত নেতারা দ্রুত তাকে সুরক্ষা দেন এবং সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি, তবে সাম্প্রতিক শারীরিক পরীক্ষায় তার হৃদপিণ্ডে জটিলতা ধরা পড়ে।


চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার হৃদপিণ্ডে রক্ত প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় যেকোনো সময় জটিল পরিস্থিতির আশঙ্কা রয়েছে। পরিবার ও দলীয় নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *