
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সকাল ৭টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সাড়ে ১২টার দিকে সফলভাবে অস্ত্রোপচার শেষ করেন সার্জারি টিমের প্রধান ডা. জাহাঙ্গীর কবির। তিনি জানান, সাত দিনের মধ্যেই শফিকুর রহমান সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন। এই সফল অস্ত্রোপচারের খবরে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এর আগে গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকেরা প্রথমে ডিহাইড্রেশন বলে ধারণা করেন। তবে পরবর্তী পরীক্ষায় তার হৃদপিণ্ডে ৫টি ব্লক শনাক্ত হয়, যার মধ্যে ৩টি ছিল ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি বিবেচনায় সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মেডিকেল বোর্ড প্রাথমিকভাবে তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও, ডা. শফিকুর রহমান দেশের জনগণের আস্থা ফিরিয়ে আনতে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। তার এই সিদ্ধান্ত ও সফল অস্ত্রোপচারকে অনেকে ‘দেশীয় চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থার প্রতীক’ হিসেবে দেখছেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রতিদিনই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।