
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কর্নেল অলির এলডিপি। রোববার (২৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে একথা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি নিজেদের জোটে নতুন দুই দলের অন্তর্ভূক্তির কথা উল্লেখ করে বলেন, ‘এনসিপি আর আমাদের (জামায়াত) একটু আগে বৈঠক শেষ হয়েছে। তবে, তারা (এনসিপি) এই বৈঠকে আসার সময় এবং সুযোগ পাননি।’
জামায়াত আমির বলেন, ‘এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। তিনি তাদের সিদ্ধান্ত আমাদের অবহিত করেছেন। তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেবেন।’