জাপানে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, একাধিক চুক্তি স্বাক্ষর

টোকিও, ৩০ মে:
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার টোকিওতে জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টাকে জাপানের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠক শেষে একটি যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দু’দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু পরিবর্তনের স্থিতিশীলতা জোরদারে উন্নয়ন নীতিগত ঋণ’ এবং ‘জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প (পর্ব-১)’ যার মোট অর্থের পরিমাণ ৬৪১ মিলিয়ন ডলার।

এই চুক্তির আওতায় জাপান সরকার বাংলাদেশকে মোট ১.০৬৩ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করবে, যার মধ্যে রয়েছে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং উন্নয়ন নীতিগত ঋণ। এছাড়াও বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে সহায়ক হিসেবে ৪.২ মিলিয়ন ডলার বৃত্তি সহায়তা দেবে টোকিও।

বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক, সংস্কৃতি, মানব সম্পদ উন্নয়ন এবং পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে গভীর আলোচনা করেন। প্রধানমন্ত্রী ইশেবা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রচেষ্টা ও শান্তিপূর্ণ রূপান্তরে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। জাপান সরকারের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান ড. ইউনূস।

বৈঠকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয় ও মানবিক সহায়তার জন্য বাংলাদেশের প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী। ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের সহায়তায় জাপানের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান ড. ইউনূস।

বৈঠকের শেষে ড. ইউনূস জাপানের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়িক সংগঠন জেটরো (জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন)-এর সঙ্গে বৈঠকে অংশ নেবেন, যেখানে বাংলাদেশে জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে গত ২৮ মে জাপান যাত্রা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *