জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ‘ভোটকেন্দ্র নীতিমালা-২০২৫’ জারি, বাদ ইভিএম ও ডিসি-এসপি সমন্বিত কমিটি

আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৩০ জুন) এ নীতিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

নতুন নীতিমালায় বড় পরিবর্তন হিসেবে বাদ দেয়া হয়েছে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়ে গঠিত ভোটকেন্দ্র স্থাপন কমিটি। একইসঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য পৃথক কক্ষ নির্ধারণের ব্যবস্থাও বাদ পড়েছে।

নীতিমালা অনুযায়ী, ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে এখন থেকে এককভাবে দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা। মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে প্রশাসনিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো প্রতিনিধি কমিটিতে থাকছেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের ভোটকেন্দ্র নীতিমালায় ডিসি ও এসপিদের সমন্বয়ে জেলা কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিগুলো ভোটকেন্দ্র নির্ধারণ ও পুনর্বিন্যাসের কাজ করত। তবে এসব কমিটির নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন ওঠায় এবার তা থেকে সরে এসেছে কমিশন।

নতুন নীতিমালায় বলা হয়েছে, আগের মতোই গড়ে ৩ হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র এবং প্রতি ৫০০ পুরুষ ও ৪০০ নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করা হবে।

Ask ChatGPT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *