জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী

জুলাই সনদের আইনি বৈধতা নিশ্চিত করতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।

একই সঙ্গে বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, “বিশেষ আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বৈধতা পেতে পারে। এই সনদ বাস্তবায়ন না হলে সব প্রচেষ্টাই ব্যর্থ হবে।”
তিনি আরও বলেন, “আইনে ব্যত্যয় না ঘটলে প্রধান উপদেষ্টা বিশেষ সাংবিধানিক আদেশ জারি করতে পারেন। তবে রাষ্ট্রপতির সে ক্ষমতা নেই। অধ্যাদেশ দিয়ে সাংবিধানিক পরিবর্তন সম্ভব নয়।”

গণভোট প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচনের দিন গণভোট আয়োজন করা হলে আইনগত জটিলতা তৈরি হবে। কিছু অতিরিক্ত খরচ হলেও দেশের স্বার্থে গণভোট আগে করাই শ্রেয়।”
তিনি আরও দাবি করেন, “জনগণের চাপে বিএনপি গণভোটে রাজি হলেও দলটি কৌশলে একটি প্যাঁচ রেখে দিয়েছে।”

প্রশাসনের রদবদল প্রসঙ্গে ডা. তাহের বলেন, “পুলিশ ও প্রশাসনের ৭০ শতাংশ কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করেন। তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই আসন্ন জাতীয় নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে প্রশাসনে পরিবর্তন প্রয়োজন।”
তিনি জানান, প্রধান উপদেষ্টা এ বিষয়ে লটারির মাধ্যমে নিয়োগের কথা উল্লেখ করেছেন।

জামায়াতের কর্মসূচিতে হামলার প্রসঙ্গেও কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, “নোয়াখালীসহ বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের কর্মসূচিতে হামলার ঘটনা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেছি। এখনই এসব বন্ধ না হলে নির্বাচন প্রক্রিয়া শঙ্কায় পড়বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *