
ঢাকা, ৬ জুন — জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে “ইতিবাচক” হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৬ জুন) রাতে প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। সেজন্য সরকার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে, যা প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন এবং একটি সমতাভিত্তিক (লেভেল প্লেয়িং) নির্বাচনী পরিবেশ নিশ্চিত করে আগামী এপ্রিলের দিকে ভোট অনুষ্ঠিত হতে পারে। এটি একটি বাস্তবসম্মত রূপরেখা।”
প্রসঙ্গত, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো এক দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ থাকলেও এনসিপি মনে করছে, প্রধান উপদেষ্টার ঘোষণায় রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে যাওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে।