
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সব বাধা অতিক্রম করে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইনশা’আল্লাহ, বাকিগুলোতেও নির্বাচন হবে। আমি নির্বাচনে অংশগ্রহণকারী এবং বিজয়ী সকলকে আন্তরিক অভিনন্দন জানাই।
শুক্রবার (৭ নভেম্বর) দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জাতির স্বপ্নকে আমাদের বুকে ধারণ করতে হবে এবং সেটি বাস্তবায়নের জন্যই আমাদের এগিয়ে যেতে হবে। আমি তারুণ্যনির্ভর একটি বাংলাদেশ দেখতে চাই। শুধু আমি নয়, সমগ্র জাতিই তা প্রত্যাশা করে। তাই নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডা. শফিকুর রহমান আরও বলেন, অতীতে দেখা গেছে, ছাত্রসংসদে নির্বাচিত অনেকেই নানা বিষয়ে জড়িয়ে পড়েন। আমরা চাইবো, এবার যেন এক শতাংশও সেই ঘাটতি না থাকে। তোমরাই স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছো, তোমরাই প্রমাণ করেছো তারুণ্যের শক্তি। আমাদের বিশ্বাস, তোমরাই আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুল ইসলাম পলাশ, জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়েরসহ শিবির ও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।