‘জনবান্ধব পুলিশ হলেই কলঙ্ক মুছে যাবে’ — মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর

জনবান্ধব ও মানবিক পুলিশ হতে পারলেই পুলিশ বাহিনীর কলঙ্ক মুছে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “পুলিশকে মানবিক হতে হবে, জনবান্ধব হতে হবে। তখনই তারা মানুষের আস্থা ফিরে পাবে এবং অতীতের কলঙ্কও মোচন হবে।”

সাম্প্রতিক সময়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গতকালের ঘটনার সঙ্গে যদি পুলিশ বাহিনীর কেউ জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় তিনি আসন্ন বর্ষা ও বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন। উপদেষ্টা বলেন, “বন্যা যেন না হয়, সে জন্য দোয়া করবেন। তবে বন্যা হলে কৃষকদের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ডিডিএলজি শিহাব রায়হানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *