
মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিন বাংলাদেশি নাগরিককে জঙ্গি নয়, বরং ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বাকি পাঁচজনের বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ চলছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে। রবিবার (৬ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মালয়েশিয়ার পুলিশ প্রধানের বক্তব্য সম্পর্কে আমি অবগত নই। তবে জঙ্গি সংশ্লিষ্ট কোনও বিষয় মালয়েশিয়া সরকার আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি।” তিনি আরও জানান, বাংলাদেশে বর্তমানে কোনও সক্রিয় জঙ্গি সংগঠনের অস্তিত্ব নেই। বিগত ১০ মাসে দেশে জঙ্গি সংশ্লিষ্ট কোনও ঘটনাও ঘটেনি, যা নিরাপত্তা বাহিনীর সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।
বিমানবন্দরের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনালে কোল্ড স্টোরেজ চালু হবে, যা কৃষিপণ্য রফতানিতে বিপ্লব ঘটাবে। তিনি আরও বলেন, “শুধু একটি পণ্যের ওপর নির্ভর করলে হবে না। রফতানির জন্য বিভিন্ন পণ্য প্রস্তুত করতে হবে।” দেশের অর্থনীতিকে বহুমুখী রফতানির দিকে নিয়ে যেতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেন।