ছেলে সহ শামীম ওসমানের বিরুদ্ধে ট্রাইবুনালে অভিযোগ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে-সহ কয়েকজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধ, ক্ষমতার অপব্যবহার, গুম-খুন ও দমন-পীড়নের অভিযোগে সোমবার (১৯ জানুয়ারি) এ মামলা দায়ের করা হয়।
ট্রাইবুনালের সূত্র জানায়, অভিযোগে শামীম ওসমান, তার ছেলে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমন, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতন, অবৈধ আটক, গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবীরা জানান, দীর্ঘদিন ধরে সংঘটিত বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই এ অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে প্রত্যক্ষদর্শীর বিবরণ, ভিডিও ফুটেজ, সংবাদ প্রতিবেদন ও অন্যান্য নথিপত্র সংযুক্ত করা হয়েছে বলে জানান তারা।
এ বিষয়ে ট্রাইবুনাল কর্তৃপক্ষ অভিযোগটি গ্রহণ করে প্রাথমিক যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছেন। যাচাই শেষে অভিযোগের গ্রহণযোগ্যতা নির্ধারণ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে ট্রাইবুনাল সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *