
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় শত বছরের পুরোনো রূপা সদৃশ ধাতব মুদ্রা উদ্ধার হয়েছে। বর্তমানে মুদ্রাগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় প্রশাসনের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি দোকান নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে একটি পাত্রের সন্ধান পান। সেটি ভেঙে ভেতর থেকে বিপুল পরিমাণ রূপা সদৃশ ধাতব মুদ্রা বের হয়। খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মুদ্রাগুলো উদ্ধার করেন।
শহিদুল ইসলাম বলেন, “মাটির হাঁড়ির ভেতরে অনেকগুলো মুদ্রা পাওয়া যায়। স্থানীয় দু’জন সোনার দোকানদার দেখেই বলেছেন এগুলো রূপা। তবে নিশ্চিত হওয়ার জন্য প্রশাসন পরীক্ষা করছে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত মুদ্রাগুলো ব্রিটিশ আমলের, ১৮৬৫ থেকে ১৯০৮ সালের মধ্যে ছাপা। প্রতিটি মুদ্রার গায়ে খোদাই করা আছে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নাম। মোট ১ হাজার ৮৭৬টি মুদ্রা উদ্ধার করা হয়েছে।